অজানা অচেনা পথ হয়নিকো দেখা ,
সেই পথেই ফিরিতে হবে নিজেকেই একা ।
কেউ যাবেনা সঙ্গে তোর কেউ হবেনা  সাথী ,
অজানায় যাইতে হবে সেই পথেই একাকী ।


পৃথিবী এই  হাটেতে এসেছিলাম বেচা কেনাতে ,
শেষ হয়ে গেলে বেলা ফিরে যাব নিজ গৃহেতে ।
কেউ আপন নয় তোর যাওয়া আসার পথে
                                  দু'দিনের পরিচয় ,
ফিরে যেতে হবে ঘরে শেষ হলে অভিনয় ।


মৃত্যুর পরোয়ানা আসবে যখন দাঁড়াবেনা ,
সাথে চলে যেতে হবে শুনবেনা কোন বাহানা ।
বাড়ী টাকা পরিজন কেউই কিছু নয় তোর আপন ,
সবই পড়ে রইবে  হেথা একা একা যাবি তখন ।


সঙ্গের সাথী কেউ  হবেনা সঙ্গে তোর কিছুই যাবেনা ,
চলে যাবি একা একা সঙ্গের সাথী তোর কেউ হবেনা ।
চড়ি তুই চৌডলেতে চার বেয়ারা নেবে কাঁধেতে ,
হরিবোল খই ছড়িয়ে  তুই চলে যাবি আনন্দেতে ।


সঙ্গে তোর দেবে কড়ি আট কড়া আর দেবে গোবর ছড়া ,
ঘরেতে রাখবেনা তোরে তখন সবাই বলবে মড়া ।
সাড়ে তিনহাত জমি কেবল  হবেরে তোর শুধুই সম্বল ,
তখন আর কেউ ছোঁবেনারে তোরে সবাই বলবে মড়া ।


   ××××××××××××××××××××××××××××××××××
দুপুর - ২ : ৫৫ মিনিট ।
১২ /০১ / ২৩ বৃহস্পতিবার ।           ( কবি নজরুল ইসলাম খানের "কখন বন্ধ হয় " এই
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।              কবিতাটিতে মন্তব্য করতে গিয়ে আমার এই কবিতাটি
                                              লেখা । তাঁকেই এই কবিতাটি উৎসর্গ করলাম ।)