বসন্ত আসে গুটি গুটি পায়
           ছুঁয়ে যায় হৃদয় অঙ্গনে ,
নবযৌবন হয় প্রেমের আগুন
               জ্বলে কৃষ্ণচূড়ার বনে।


পলাশ শিমুল রাঙ্গে
         অশোকে পলাশে সঙ্গোপনে ,
তাইতো হৃদয় মিলন হলো
          হৃদয় সাথে দোঁহার গোপনে ।


বসন্ত ফাগুনে সইলো বসন্ত ফাগুনে ,
        ঘুমে জাগরনে মনে পড়ে শয়নে স্বপনে ।
মনবনে কত বসন্ত এলো গেলো
     মনোমাঝে কত কথা গোপনে রয়ে গেলো  ।


বসন্তে বসন্ত দোল রঙের বাহার ,
         রঙে রঙে রাঙায় চরণ শ্রীকৃষ্ণ রাধার ।
দোলপূর্ণিমাতে রঙে রঙে রাঙে ফাগুয়া ,
              আবীরে পিচকারী রঙে রাঙে বঁধূয়া ।


নীল শাড়ী ভিজে রাধার অঙ্গ ভিজে যায় ,
                মেরোনা পিচকারী রঙ বঁধূ মেরোনা আমায় ।
বৃন্দাবনে হোলী খেলে ব্রজগোপীগন ,
                  রঙে রঙে রাঙাইল মধুর বৃন্দাবন ।


রাঙলো ব্রজের ধূলি রাঙলো মথুরা ভবন  ,
              গোপিনী সঙ্গে খেলে হোলী মদনমোহন  ।
রাই অঙ্গ আবীরে রাঙায় শ্রীমধুসূদন ,
               আধা অঙ্গ শ্রীমতি আর আধা জনার্দ্দন  !


            *********************
রাত্রি - ৮ : ৩০ মিনিট !
০৯ / ০১ /২৩ বৃহস্পতিবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !