কালিয়া দমন করেন
-কালিদহে আমার কৃষ্ণ
যদুপতি ।  চতুর্থরূপ দেখে
মাসী  অতি  হৃষ্টমতি ।

পঞ্চম সাজ ধরেন
হরি ,ঝুলন যাত্রা ।
যুগরক্ষা কর্তা তিনি ,
জীবকূলের ত্রাতা ।

সভামধ্যে দ্রৌপদীর বস্ত্রহরণ
করে দুর্যোধন ধৃষ্টমতি ,
ধরে  ষষ্ঠরূপ  বস্ত্র যোগান
সতীরে, সখা শ্রীকৃষ্ণ শ্রীপতি ।

সপ্তম সাজে সাজেন ঠাকুর
রথেতে আরোহন  ,তাই
দেখে মাসী আনন্দিত-
অতি হৃষ্ট মন   ।

রাসলীলা দেখান কৃষ্ণ
অষ্টমদিন প্রথম প্রহরে ,
মাসী অতি পুলকিত
উল্লসিত অন্তরে ।

নবমরূপ দেখান হরি
শেষ প্রহর রাতে ,
রাইকে রাজা করেন -
সকল রাখাল সাথে ।

নবম দিনেতে হরি
ফেরেন নিজ ঘরে ,
ছাপ্পান্নভোগ খাওয়ান মাসী
খাওয়ান  আদর যত্ন  করে ।

ছাপ্পান্ন ভোগ খেয়ে
চড়েন উল্টোরথে ,
তা'দেখে নয়ন জুড়ায়
পুরায় মনোরথে ।

🙏 🙏 🙏 🌷🙏 🙏 🙏
   🌿 🌿🌿🌿🌿🌿
         🌹🌹🌹
            🌷

সকাল -৮:৪৮মিনিট ,
০৪/০৭/২০১৯ বৃহস্পতিবার ।
কেরাণীটোলা =মেদিনীপুর ।