নেতাজী সুভাষ মানেই
         প্রথম দেশ স্বাধীনের স্বপ্নচোখে ,
নেতাজী সুভাষমানেই
            দেশমাতৃকার ছবি বুকে ।
নেতাজী সুভাষ মানেই
            প্রথম মহিলা সেনা বাহিনী ,
নেতাজী সুভাষ মানেই
           দেশ স্বাধীনের পরিক্লপনাকারী  ।
নেতাজী সুভাষ মানেই
             ২৬ শে জানুয়ারী ,
নেতাজী সুভাষ মানেই
             আজাদহিন্দ ফৌজ গঠনকারী ।
নেতাজী সুভাষ মানেই
               মিথ্যা মৃত্যুর আড়ালে জীবন যাপন ,
নেতাজী সুভাষ মানেই
              ছোট হ'তে  দেশ স্বাধীনের স্বপন ।
নেতাজী সুভাষ মানেই
                 মহাত্মা গান্ধীর সঙ্গে মতের বিরোধ ।
নেতাজী সুভাষ মানেই
                  হিন্দু -মুসলিম ভাই ভাই ,
নেতাজী সুভাষ মানেই
                 হিন্দু মুসলিম ভেদ নাই ।
নেতাজী সুভাষ মানেই
                  যার সৃষ্টি আছে ধ্বংস নাই ,
নেতাজী সুভাষ মানেই
                   যার জন্ম আছে মৃত্যু নাই ।
নেতাজী সুভাষ মানেই
                   প্রকৃত দেশপ্রেমিক ,
নেতাজী সুভাষ মানেই
                   পুরানো দিনের কোলকাতার মেয়র ।
নেতাজী সুভাষ মানেই
                    বৃটিশ পুলিশকে বোকা বানিয়ে দেশ পার ।
নেতাজী সুভাষ মানেই
                 ১৬ বছর বয়সে বাড়ী ছেড়ে হিমালয়ে পালান ।
নেতাজী সুভাষ মানেই
                   ইংরেজ প্রফেসারকে জুতো মেরে কলজ থেকে
                                             রাষ্টটিকেট হওয়া ।
নেতাজী সুভাষ মানেই
                 নিজেকে বলি দিয়ে আনলেন স্বাধীনতা ,
নেতাজী সুভাষ মানেই
                     হারিয়ে যাওয়া দেবতা ।
নেতাজী সুভাষ মানেই
                   যার জন্মদিন পালন হয় ,মৃত্যুদিন নয় ,
নেতাজী সুভাষ মানেই
                    মৃত্যুতো মানুষের হয় ,দেবতার নয় ।


          ****************************
বেলা -১১ : ১২ মিনিট !
২৫ /০১ /২২ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !