শিমুলে পলাশে রেঙেছে ওই বন ,
ভোলোবাসার রঙে রাঙে দুটি মন ।
মধুবনে গুন গুন গুন গুঞ্জন ,
প্রেম রঙে রাঙলো বধূর জীবন ।
পিউ কাহা পিউ কাহা ডাকে পাপিয়া ,
কুহু কুহু কুহু কুহু ডাকে কোয়েলিয়া ।
আমগাছে ফিঙে নাচে গাছে  গাছে ,
মধুবনে ফুলবনে মধু জমেছে  ।
কাঞ্চন কুসুমিত ফুলে ফুলে সাদা ,
মাধবী মালতী সনে কত কথোকতা ।
ফাগুনে রেঙেছে মন ফাগুয়ার রঙে ,
বসন্ত রেঙেছে বনে নব  অনুরাগে ।
নবারুনে রেঙেছে নব রঙীন হৃদয় ,
তাই বুঝি কৃষ্ণচূড়ায় রাঙালো বনময় ।
বসন্তের রঙে রঙে রাঙে দুটি মন ,
ফাগুন রাঙালো এসে দুরন্ত যৌবন ।
হংস মিথুনে রত সরসীর  নীরে ,
হৃদয়ে রঙ লাগে দোঁহার প্রেমের আকরে ।
প্রজাপতি রঙীন পাখনা মেলে উড়ে বনে ,
কোন ফুলে মধু খাবে বুঝি সেই অন্বেষণে ।
বসন্তে কত ফুল ফোটে  কি সুরভি তার ,
কার সনে হৃদয় রাঙায় বসন্তে তাহার ।


    ×××××××××××××××××××××××
সন্ধ্যা -৬ : ৩৮ মিনিট !
১৯ /০২ /২৩ রবিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !