(  পশ্চিম মেদিনীপুর , বর্তমানে ঝাড়গ্রাম জেলার লালগড় নামক একটি গ্রাম ! গ্রামের পাশেই কংসাবতী নদী বয়ে চলেছে !জঙ্গলে ঘেরা গ্রামখানি ! লাল মোরাম মাটির রাস্তা ,ঘাট !  সেই গ্রামেই আমার জন্ম ! )


লালগড় , লালগড় , সুন্দরী রূপসী ,
ভালবাসি ,ভালবাসি আমি তোমায় ভালবাসি !
লালমাটি ,লালমাটি , লালগড়ের লালমাটি ,
সবার চেয়ে দামি মাটি , সোনার চেয়ে খাঁটি !
বনময় ঝোপ-ঝাড় ,ঘনবন -জঙ্গল ,শাল ,পিয়ালের গাছ ,
শুকনো পাতায় নুপূর বাজে ,কিচিমিচি,কিচিমিচি পাখীদের ডাক !
সবুজে সবুজে ঘেরা গাছ-পালা ঘনবন ,
হারিয়ে যায় ,হারিয়ে যায় সেথা ,আমার অবুঝ মন !
ছুটে যাই ,ছুটে যাই ,গাছের ফাঁকে ফাঁকে ,
খুঁজে বেড়াই হারানো ,হারানো মনটিকে !
কলকল,কলকল,কংসাবতীর জল তোলে কলতান ,
ঝিল্লিমুখর ,ঝিল্লিমুখর ,ঝিল্লিমুখর পাখীদের গান !
থমথমে আকাশেতে ভীড় করে ,ঘন কালো মেঘ ,
বাজারপাট ,রাস্তাঘাট থৈ থৈ,ডাকিতেছে  ভেক  !
গুরু গুরু ,গুরু গুরু ঘন দেওয়া ডাকে ,
পুকুরেতে ডুব দেয় মাছরাঙাবৌ তারই ফাঁকে!
সকল দেশের সেরা ,সে যে আমার দেশের মাটি ,
সবার চেয়ে বড় যেগো ,সোনার চেয়েও খাঁটি !
স্নেহ ,মমতা, ভালবাসা ,মাগো তোমার কাছে আছে ,
সবুজ দেশের লাল মাটিতে  মায়া আছে কি যে !
হারিয়ে ফেলি নিজেকে মাগো ,এলে তোমার কাছে ,
মন কেড়েছো ,প্রাণ কেড়েছো ,মোর হৃদয় কেড়েছো যে !
রূপসী সুন্দরী তুমি রূপসী সুন্দরী ,
কোন মোহেতে ,কি মায়াতে ,মন করেছো চুরি !
হারিয়ে গেছে ,হারিয়ে গেছে ,মনের ,মুখের ভাষা ,
তাইতো ওগো ছুটে-ছুটে তোমার কাছে আসা !
মন কেড়েছো ,প্রাণ কেড়েছো ,বুক জুড়েছো তুমি ,
মাগো তুমি সবার সেরা,সবার বড়,সবার চেয়ে দামি !
বাড়ীর পাশে গলি গলি ,হারিয়ে গেছে মন ,
সেই খানেতে খুঁজে বেড়াই শৈশব জীবন !
সেই ধূলিতে মিশে আছে ,পিতৃ-পিতামহের পদ রেনু ,
সেই পদ রেনু মাথায় তুলে আমি ধন্য হইনু  !
তোমার কাছে এলে ,আমার মায়ের গায়ের গন্ধ পাই ,
তাইতো আমি তোমার কাছে ,বারে বারে ছুটে আসি তাই !
সাধ মিটে,ক্ষিদে মিটে ,পিয়াস মিটে ,তিয়াস মিটে পিয়াসে ,
কোন টানেতে আসি হেথা ,জানিনা কোন সে  আশে !


              
               **************


বিকেল -৪:৩৪ মিঃ ,ডেবরা ,
১৮ /১১ /২০১৬ ,শুক্রবার !