সবুজে সবুজে ঢাকা শ্যামল শ্যামলীমা ,
মুকত বায়ু , মুক্ত আকাশ , মুক্ত ধূলিকণা ।
দূষণ মুক্ত পরিবেশ সুন্দর জীবন ,
সমাজ সচেতনতা আজ করে আলোড়ন ।
একটি জীবন একটি প্রাণ,অবুঝ সবুজ মন ,
সবুজ মন ,সবুজ প্রাণ ,সুন্দর জীবন ।
সতেজগাছ ,সতেজ প্রাণ ,সতেজ জীবন ,
সুস্থ দেশ ,সুস্থ মন ,সুস্থ দেহ ,মন , প্রাণ ।
রোগমুক্ত পরিবার ,সুখের ঘর সংসার ,
সবুজ সবুজ গাছ ,সুস্থ পরিবেশ সমাজ ।


সবুজে সবুজে যাবে দেশ ছেয়ে ,
কাকলী কূজনে যত পাখী যাবে গেয়ে ।
সবুজ শ্যামলীমা আজ বনানীর পাশে ,
বড় বড় বৃক্ষ লতা খিলখিলিয়ে   হাসে ।
বনে বনে ফুল ফোটে পাখী  গায় গান ,
সবুজে সবুজে হয় ,সবুজেতে স্নান  ।
বনবীথি খেলে যাবে সবুজের দল  ,
পাতার  ফাঁকে মেঘ দেখে ময়ূর মাতাল ।
বনানীর সবুজ সুগন্ধে ভরে উঠে মন ,
সুরভীতে সৌরভে মাতাল সবুজের বন ।
সবুজের আগমনে সবুজ সমাজ ,
রোগ মুক্ত হবে দেশ ,ব্যাধি পাবে লাজ ।


          *****************
              ************
                    ********
                         ****
                             *
দূপুর - ২:১০ মিনিট ,
১৮/০৬/২০১৯ মঙ্গলবার ।
কেরাণীটোলা = মেদিনীপুর ।