তিরিশে জানুয়ারী,দুইহাজার আঠার ,সোমবার পৌনে ছটায় ,
করিমপুর থেকে এস ,বি ,এস ,টি ,সি বাস ছাড়লো ¡
করিমপুর থেকে মালদা (নদীয়া) যাওয়ার পথে ,সকাল প্রায় -
সাতটায় বাস উঠল বালি ঘাটের ব্রীজে ¡
গাড়ীর চালক ডান হাতে ফোনে কথা বলতে বলতে -
বাম হাতে স্টেয়ারিং ধরে গাড়ী চালাছিল ,তখন বামদিকে
অন্যএকটা গাড়ীকে ওভারটেক করছিল ¡
হঠাৎ একটা বিকট আওয়াজ হলো ,
ব্রীজের রেলিং ভেঙ্গে ,খালের অগাধ জলে বাসটি পড়লো ¡
বাসে চল্লিশটি সীট ছিল ,বাকি কুড়ি জন দাঁড়িয়ে ছিল ,
এক জেলে নৌকো নিয়ে যাচ্ছিল খালের  জলে ¡
বাসটিকে পড়তে দেখে সে স্তম্ভিত হয়ে গেল ,
সে দেখলো কেউ হাবুডুবু খাচ্ছে ,কেউ বা বাঁচার জন্যে সাঁতার কাটছে ,কেউবা আবার বাঁচার জন্যে চেষ্টা করছে ¡
সে এগার জনকে উদ্ধার করলো ,দুইজন মৃত ,
নয়জনকে আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্ত্তি করল ¡
উনপঞ্চাশ জনের কোন খোঁজ পেলনা ,ডুবুরি এলো ,
ছত্রিশটি মৃতদেহ উদ্ধার করলো ,লাইন দিয়ে মৃত্যুর মিছিল চললো ¡
তেরজনের কোন খোঁজ পেলনা ,তখনও নিখোঁজ ,
ডুবুরি এবং দুটি উদ্ধার কারী দল  ১-এন ,ডি,এফ ,আর , ও ২-আই ,আর ,এফ ¡
এক এক করে বাকি তেরটি মৃতদেহ উদ্ধার করল দুদিন ধরে ,
তিরিশে জানুয়ারী বালিঘাটের ব্রীজে অভিশপ্ত খালের জলে ,উনপঞ্চাশ জনের জীবন্ত
সলিল সমাধি হয়ে গেল ¡
খালের ব্রীজের উপরে দর্শক জনতার ঢল নামল ,কান্নার রোল চারিদিকে মৃত্যুর প্রতিধ্বনি ,
কত মায়ের  বুক খালি হয়ে গেল ,কত স্ত্রীর সিঁথির সিঁদুর মুছে গেল ,কত বোন ভাই হারালো ¡
শুধু তাই নয় ,কত স্বামী স্ত্রীকে ,কত সন্তান ,মা অথবা  বাবাকে ,
আবার অনেকেই মা ,বাবা উভয়কেই  হারিয়ে অনাথ হয়ে গেল ¡



                            ***************


দুপুর- ২:৫০ মিনিট ,
০১ /০২ /২০১১৮ বৃহস্পতিবার
ডেবরা¡