আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি কোথায় তা কে জানে ,,
বিশ্বজুড়ে শুধু সংক্রমণ ,মৃত্যু ,আক্রান্ত  অবিরাম চলেছে ।
আর কতদিন ,কতদিন চলবে জীবন নিয়ে খেলা ?
কতদিনে পড়বে স্বস্তির নিঃশ্বাস  ?
কবে ছন্দে স্বাভাবিক ভাবে আসবে নৈমিত্তিক জীবন যাত্রা ?
পৃথিবী আজ ক্লান্ত ,ভারসাম্য হারিয়ে ফেলেছে ,
ঋতু বা কাল অনুযায়ী বৈষম্যতার ক্রীড়া চলছে ।
ক্ষুদার্থ শাবক খিদার তাড়নায় ছটপট করছে ,
মা-বাবা তাদের মুখে খাবার দিতে পারছেনা  ।
খিদায় প্রাণ হারাচ্ছে অভাবের কারণে ,
চলছে লকডাউন,কাজ- কাম বন্ধ গৃহবন্দী সবাই ।
রোজগার নেই আর্থিক অনটন বেড়েই চলেছে  ,
পেটে অন্ন পরনে বস্ত্রের অভাব । মাক্স ! মাক্স,স্যানিটাইজার
পাবে কোথায় তারা ?


বাস,ট্রেন বন্ধ অফিস যাত্রী নাজেহাল ,
সরকারী  নির্দ্দেশ কর্মচারীদের অফিস খোলা
এবং কাজ কর্ম চালিয়ে  যেতে হবে ।
যাতায়াতের কোন ব্যাবস্থা নেই সর্বাঙ্গিন
অচল অবস্থা ,
কর্মচারীরা পড়িমরি করে কোনরকম ভাবে
অফিসের কর্ম চালিয়ে যাচ্ছে ।


প্রতিজনকে সংক্রমণ ও মৃত্যুর ভয় তাড়িয়ে বেড়াচ্ছে  ,
কিন্তু কি উপায় ,কতদিনে হবে এর সমাধান ?
চারিদিকে শুধু মৃত্যুর পরোয়ানা আর সংক্রমণের বিভীষিকা ,
কতদিনে সমাধানের পথ খুঁজে পাবে বিজ্ঞান  ? ? ?


         *****************
রাত্রি - ৯ : ১১ মিনিট ।
২৯ / ০৭ / ২০২০ বুধবার ।
কেরাণিটোলা  =  মেদিনীপুর ।