দূষন মুক্ত নয় কোথাও আলো ও আঁধারে ,
চারিদিকে শব্দ দূষন ধোঁয়াচ্ছন্ন নর্দমা উগরে ।
খোলাস্থানে  মুক্তআবর্জনা বাতাসে দুর্গন্ধ ছড়ায় ,
পথপাশে পচানোংরা কুকুর বিড়াল টেনে টেনে খায় ।


তার উপর দিয়ে গাড়ী জনমনুষ্য পায়েতে মাড়ায় ,
ইহা হইতে রোগ বিজানু দিক হইতে দিকে ছড়ায় ।
নেইকো নির্দিষ্ট স্থান হেথা সেথা আবর্জনার স্তুপিকৃত ,
তারনিচে জলের পাইপ চলে যায় নয়কো সুরক্ষিত ।


দেশময় ভরেগেছে দেষ দ্বন্দ্ব স্বার্থপরতা দূর্নীতি হিংসায় ,
চেয়ে দেখ নেতারা দোরে দোরে রাজনীতি বুলি কপচায় ।
সমাজে দেখি সম্পত্তি গাড়ী বাড়ী টাকা কড়ি  অর্থ লাগি ,
নির্দিধায় ভাই ভাইয়ের বুকে হানাহানি ছুরি মারে দেখি ।


ভাই ভাইয়ের উপর সদাই বিরূপভাব ভালোবাসা উবে যায় ,
বন্ধু বান্ধব দোসর সেথা আপনজনে অচেনা মনে হয় ।
বৃদ্ধ বৃদ্ধা মাতা পিতা যদি ছিন্নবাসে অনাহার অর্দ্ধাহারে থাকে ,
তাকিয়ে না দেখে তারা সদানন্দে দেখেও না ফিরে  দেখে ।


সমাজদূষন বায়ুদূষন শব্দদূষন পরিবেশ দূষন দেশ জুড়ে ,
উলঙ্গ অসভ্য নিকৃষ্ট  কদাকার সমাজাচার প্রতি ঘরে ঘরে ।
স্নেহ মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা প্রেমপ্রীতি চলে যায় ছেড়ে ,
বন্ধু বান্ধব আপন হয় আপন জনকে চেনেনা মহাস্বার্থের ভিড়ে ।


        ××××××××××××××××××××××××××××××
রাত্রি - ৮ : ৪৬ মিনিট ।
৩১ / ০৩ /২৩ শুক্রবার ।
কোলকাতা  ।