মন্থিলে অতীত স্মৃতি মনে ভাসে মধুর অতি ,
হৃদে জাগে শৈশব গতি ভেসে উঠে সুখ স্মৃতি ।


নাই আর সেই দিন বাজেনা হৃদয় রঞ্জিত বীন ,
সূখস্মৃতি গুলি ভাসে ফিরে আসবে না আর সেদিন ।


নাই সে সুব্যবহার ভালোবাসার আন্তরিক সমাচার ,
নূতন নূতন মুখগুলি নূতন নূতন নিয়ম আচার তার ।


নাই সে হৃদ্যতার সম্মান স্নেহ ভালোবাসার সম্বোধন,
অতীত অতীত হয়ে কেবলই মনে বিঁধে যেন অকারণ ।


নাই চলে যাওয়ার অতীত সহজ সরল একাত্মা জীবন ,
ভালোবাসা ছিলো মনে ছিলো আন্তরিকতার মেলবন্ধন ।


আর আসবেনা ফিরে হারিয়ে যাওয়া মানুষ পুরাতন ,
হারিয়ে গেছে চিরতরে সুন্দর আনন্দময় অতীত জীবন ।


পরিচয় দিলে চেনেনা তারা অচেনার ভাব দেখায় যেমন ,
কে কখন কে ছিলে জানিনা চিনিনা করেছো বাড়ী আগমণ ।


ভাবে কোথা থেকে কেবা এলো এসব লাগেনা ভালো ,
কদিন থাকবে বলো কদিনের জন্য বোধহয় থাকতে এলো ।


সম্পর্কের পরিচয় দিতে লাগে ভয় সদা মনে অপমানের ক্ষয় ,
অতীত অতীত হয় যায় ফিরেতো আসে না হায় দিলে পরিচয় !

        **************
সকাল - ৮ :৫৩ মিনিট !
১৭ / ১২ /২৩ রবিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !


কবি শরীফ এমদাদ হোসেনের ''মনে পড়ে" কবিতাটির মন্তব্য করতে গিয়ে এই কবিতাটি
তাঁকেই উৎসর্গ করলাম !