সংক্রন্তিতে গঙ্গা স্নান ,পুণ্য তিথির পুণ্য স্নান ,
পুত্র ,পৌত্র ,করে পিতৃ পুরুষের উদ্দেশ্যে দান ।
পুন্যলগ্নে পুন্যস্নান ,লভে পুণ্য ,পুণ্য বান ।
তর্পনাদি ,দান ধ্যান ,পিতৃপুরুষ মুক্তি পান ।


আঞ্চলিক টুসুর গান ,শুনে ভরে প্রাণ,মন ,
ভাদু গান, টুসুর গান মোহিত এই  করে প্রাণ ।
মেয়েরা গায় টুসুর গান মনের আনন্দে ,
পুরুষেরা খোল, কীত্তন,মাদল বাজায়, ছন্দে ছন্দে ।


রাঢ়ী অঞ্চলের টুসু গান ,কেড়ে নেয় মন,প্রাণ ,
পুরুলিয়া ,বাঁকুড়া ,মেদিনীপুর,জেলার টুসুর  গান ।
উক্ত  তিন জেলা জঙ্গল মহল বলে খ্যাত ,
ভাদু গান,টুসু গান ,আঞ্চলিক গানে বিখ্যাত ।


নাচ করে ,গান গায় ,টুসু জাগায় রাতে ,
টুসু নিয়ে পুণ্য স্নানে  যায় সবে প্রভাতে ।
ভোগেরাগে ,ফলে ফুলে টুসু পূজা করে ,
পিঠে পুলি বানায় তারা প্রতি ঘরে ঘরে ।


সংক্রান্তিতে টুসু পূজে গিয়ে নদীর ধারে ,
ভোগরাগ সমাপ্তিতে জলে ভাসায়  টুসুরে ।
স্নান সেরে নূতন জামা ,কাপড় সবে পরে ,
ঘরেতে ফিরে আসে  টুসু নিরঞ্জন কোরে ।


     ****************
দুপুর -১২:৩০মিনিট ,
১৫/০২/২০১৯মংগলবার
কেরাণীটোলা = মেদিনীপুর ।