এই যে মেয়ে নাম কি তোমার ?
সর্বজয়া- নামটি আমার ।
বাড়ী কোথায়?
ঐযে হোথায় ।
যাচ্ছ কোথায় ?
ঐ নামখানায় ।
কে থাকে সেথায় ?
আমার দাদা মশাই ।
অনেকদিন দেখিনি তারে ,
তাই যাচ্ছি দেখতে তারে ।
দেখবো তারে করবো যতন ,
তাই মনটা করছে কেমন ।
আমায় বড্ড ভালোবাসে ,
তাইতো যাই তারই আশে ।
দিদার ওতো বয়েস হলো ,
সেও সব কিছু পারেনা ভালো ।
বুড়ো বুড়ি দুজনাতে ,
থাকে সুখে একসাথেতে ।
কাউকে কেউ ছেড়ে থাকতে নারে ,
বুড়ো বয়েস আর কি করে ।
বুড়ো বয়সে ভালোবাসা ,
তরতাজা যেন খাসা ।
দাদামশাই গেলে বাজারে ,
দিদা চেয়ে থাকে পথের 'পরে ।
তাই দিদা বলেন সর্বজয়া ,
তুই মোদের ছাড়লি মায়া ?
তাইতো আমি তাদের টানে,
চলেছি সেই নামখানে ।


**************
বিকাল -৪ :৪৬ মিনিট।
০৬/০২/২১ শনিবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।