প্রকৃতি সব কিছুর সৃষ্টিধাত্রী ,
          প্রকৃতি যদি না থাকতো
কোন কিছুর হোতনা সৃষ্টি,
         নারী সেতো মাতা ধরিত্রী !


নারীর অবাধ গতি
        জননী জায়া ভগিনী কন্যা সুমতি ,
নারীর অশেষ শক্তি
         দেবতা দানব রুধিতে নারে গতি ।
রক্তে মাংসে গড়া মানুষতো কোন ছার ,
        নারীর অসম্মান যে করে নাই উদ্ধার ।


নারী নয় কাঙ্খিত ভোগের জন্য
               জননী জগদ্ধাতৃ দেবী অনন্য ।
নারী নয় ভোগ্য পন্য
               নারীকে সম্মান করো করো মান্য ।
নারী করে সৃষ্টি নারী রাখে বংশ
               শান্তি দায়িনী নারী নইলে করে ধ্বংস ।


নদী নারী অতি প্রলঙ্করী
         কার সাধ্যি গতি রোধ করে তারি ।
নারী ধ্বংস করে নারী গড়ে
          নারীই সৃষ্টি রক্ষে ধ্বংস ও করে  ।
পুরুষ অতিশয় মূঢ়মতি
           নারী চরিত্র বুঝে নাই তার শক্তি  !


        ****************
রাত্রি -  ৯ : ২৫ মিনিট ।
২৩ / ১১ / ২৩ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।
মোঃ শেখ খবির উদ্দিনের ২৩ / ১১ /২৩ তারিখে র কবিতার মন্তব্য করতে গিয়ে বর্ধিত আকারে আমার এই কবিতা তাঁকেই উৎস্বর্গ করলাম !