সৎ সঙ্গ সৎ পথ সৎ মত সত্যি কথা বলা ,
সৎ কর্ম সৎ মন সৎ চিন্তা সৎ পথে চলা  ।
সৎ মতি সৎ জ্ঞান সৎ পরামর্শ সৎ প্রশিক্ষণ ,
সৎ নাম সৎ ভাব সৎ ভাষা  সৎ পাত্রে দান ।
সৎ গুরু সৎ শক্তি সৎ বল সৎ ভক্তি ,
সৎ ভয় সৎ ভাবনা সৎ মনন সৎ মুক্তি ।
সৎ আত্মীয় সৎ কুটুম্ব সৎ খাদ্য সৎ বাদ্য ,
সু চিকিৎসা সু উপাদেয় সৎ বন্ধু  সৎ গন্ধ ।
সৎ বিদ্যা সৎ বুদ্ধি সৎ গুন সৎ স্বভাব ,
সৎ ভাবে বাঁচতে হলে উক্ত গুনের বড় অভাব ।


卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐


23 /09 /11 শুক্রবার  ।
বসন্তপুর = মেদিনীপুর ।