ন্যায় ধর্ম শাস্ত্র এসব আজ মিথ্যা ,
মিথ্যাই আজ সত্যের ধ্বজা সত্য মিথ্যা কথা ।
ন্যায় ধর্ম পরিশ্রমে হয়না কিছুই বর্ম ,
কপটতা দিয়ে সত্যকে ঢাকে এটাই হলো ধর্ম ।


যতই করবে  কূ-কর্ম নষ্টামি ভন্ডামি ,
মিথ্যাচার অসৎ কর্ম শয়তানি গুন্ডামি ।
আজকে তারাই রাজাধিরাজ ভাগ্যের বিধাতা ,
তাদের কৃপাতে হয় নামিদামি তারা সবার ত্রাতা ।


নাইকো হেথা ন্যায় অন্যায় নাইকো তার প্রতিকার ,
সত্যের কোন নেইকো বিচার শুধু সহে অত্যাচার ।
সত্য আজিকে হার মেনে হায় নত হয়ে চলে যায় ,
মিথ্যার জয় জয়কার ধ্বনি নিশান উড়ায় হায় ।


ছল চাতুরী  গোঁজামিল আর শয়তানি শঠতা ,
গালভরা মিথ্যা কথায় সাবলিল  অভিনেতা ।
পরস্বহরণ পায় মর্য্যাদা স্থান পায়না ধর্ম সত্যতা ,
যুগের ধর্ম যত কর পাপকর্ম তত পাবে মর্য্যাদা ।


মিথ্যার হলো জয় জয়কার জগৎ জুড়ে রয় ,
সত্য ধর্ম মরে মাথাকুটে এ কোন বিপর্যয় ।
মিথ্যার আনন্দে ঢলে পড়ে সব সময়ের অপেক্ষায় ,
সত্যের জয় হলে বিলম্বে যুগে যুগে সত্যেরই হয় জয় ।


সব যুগে হয় সত্যই জয়ী জয়ের নিশান উড়ায়  ,
"ধর্ম সংস্থাপনায় চ সম্ভবামি যুগে যুগে "কৃষ্ণবানী গীতায় ।


     ******************
রাত্রি - ৯ : ২৫ মিনিট !
৩০ / ০৩ / ২৩ বৃহস্পতিবার  !
কলকাতা !