স্বাধীন আমি ,স্বাধীন তুমি ,স্বাধীন ভারতবর্ষ  ,
তিয়াত্তোর তম স্বাধীন ভারত প্রাণে জাগে হর্ষ ।


স্বদেশ আমার স্বদেশ আমার আমার ভারতভূমি  ,
মাগো  তোমার 'পরে রাখি মাথা তোমার চরণ চুমি ।


তোমার কাদা মাটি অন্ন জলে ,তোমার দেওয়া ফলে ফুলে ,
কতই যে শোভা উথলে জলে , স্থলে ,নভোনীলে ।


তেরঙ্গা পতাকা তলে সঁপেছি মোরা প্রাণ ,
মাগো রক্ত দিয়ে ,জীবন দিয়ে ,রাখবো তোমার মান ।


স্বদেশ আমার ,স্বদেশ আমার ,আমি তোমায় ভালোবাসি ,
তাই তো গো মা তোমার কাছে বারে বারে আসি ।


শস্য শ্যামল দেশ যে আমার  ,সবুজ স্বদেশ ভূমি ,
সবার বাড়া ,সবার সেরা ,আমার স্বদেশ  তুমি ।


শস্য ক্ষেত্র ভূমি আমার মন যে  কেড়ে  নেয় ,
হৃদয়ে মোদেরর তুমি গো মা ,নেইকো মোদের ভয় ।


স্বাধীন দেশে জন্ম আমার স্বাধীন আমার মন ,
তোমার 'পরে স্বাধীন মোরা ,স্বাধীন বিচরণ ।


তোমার অন্ন জলে দেহ ধরি ,মাগো তোর বাতাসে জীবন ভরি ,
তোমার 'পরে কত যে শান্তি  , ক্লান্তি  নাশে তোমায় স্মরি  ।


স্বদেশ আমার ,স্বদেশ আমার ,আমার সাধের সাধনা গো ,
তুমি আমার সাধের ভারত , আমার শান্তি সাধের স্বপ্ন গো  ।


🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌
   🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌


বেলা -- ১০:৩০ মিনিট ।
১৪/০৮/২০১৯বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ॥