বিশ আর বিশের বছর হয়েগেলো "বিষে"এর আকর ,
কত প্রাণ হলো শেষ কতজনের আয়ু থাকতেও হয়েগেলো পার ।
এসো দুহাজার একুশ তোমায় সু-স্বাগতম্ ,
তোমারে জানাই সবাই স্বাগতম্ ,স্বাগতম্ ।
যত গ্লানি জ্বরাব্যাধি মৃত্যু হয়ে যাক ছেদ ,
পুরাতন বিশের বিশ হয়ে যাক বিচ্ছেদ ।
যতকিছু দুঃখ গ্লানি বিরহ বিচ্ছেদ ভয় ,
ধরা হতে মুছে যাক পৃথিবী হোক অকুতোভয় ।
ভালো থেকো সবে পরিচিত অপরিচিত ভবে ,
সবাই থেকোগো ভালো নববর্ষের নব নব দীপে ।
এসোহে নববর্ষ লয়ে সাথে সুখময় শান্তিময় দিন ,
মলিনতা ধুয়ে দাও মুছে দাও বিরহ বিচ্ছেদের চিন ।
আলোয় ভরিয়ে দাও আনন্দ উচ্ছাস ভালোবাসা ,
আকাশে বাতাসে ভরিয়ে দাও নবনবীন আশার প্রত্যাশা ।
আবার হোক মানুষে মানুষে আলিঙ্গন বন্ধুত্ব আলাপন ,
দূর হোক মুখোশপরা মানুষের আবড়াল আচ্ছাদন ।
দূর হোক সঙ্কা ভয় দূরত্ব ছোঁয়াছুঁয়ি ,
সবে যেন পরিজনে বুকে জড়িয়ে ধরতে পারি ।
দূর হোক বন্ধনহীন আতঙ্কের ছায়া ,
ভরিয়ে দাও চিরআনন্দ মুক্তির মায়া ।


    ****************
সন্ধ্যা -৭ :৪৫ মিনিট।
৩১/১২/২০২০ বৃহস্পতিবার।
কেরানিটোলা = মেদিনীপুর।