একলা এলে একলা যাবে
একলা কিসের ভয় ?
পৃথিবীতে সবাই একা
কেউই কারুর নয় ।


ভালোবাসি ভালোবাসি
মুখে বলে সবাই ,
ভালোবাসার নিখুঁত অভিনয়
স্বার্থসিদ্ধি হলেই চলে যায় ।


স্বার্থ ছাড়া নেইতো মানুষ
দুনিয়াটাই  স্বার্থের দাস ,
স্বার্থ নিয়েই কাছে আসে
স্বার্থ মিটলেই ছাড়ে বাস ।


সম্পর্ক গুলোই স্বার্থ নিয়ে
যে যার স্বার্থ চায় ,
সন্তান বড় করার মানুষ করার
স্বার্থ দেখে শুধু মা'য় ।


পিতা দেখে সংসারের স্বার্থ
সংসার কি করে সুখী হয় ,
তাই সব কিছুর স্বার্থে-ই
কঠিন পরিশ্রমের মূল্য রয় ।


   ************
রাত্রি - ৮ : ৫৭ মিনিট ।
০২ / ০৩ / ২৪ বুধবার ।
কোলকাতা ।