মাতৃভূমি জন্মভূমি স্বর্গ সমান ,
খাদ্য জল বায়ু দিয়ে বাঁচায়েছ প্রাণ ।
ক্ষিদাতুরে অন্ন দিলে তৃষ্ণাতুরে জল ,
দুর্বলের বল তুমি মা অসহায়ের সম্বল ।


তোমার 'পরে জন্ম লইয়ে জীবন হলো ধন্য ,
তুমি মোদের বুকের আশা সবার সেরা গন্য ।
তোমার 'পরে জন্ম আমার মরণ তোমার বুকে ,
তোমার 'পরে কতই শান্তি হাসি বেঁচে সুখে ।


মাতৃ কোলে থাকি সুখে খাই সুধা ঘুমাই বক্ষে ,
কোন ঝঞ্ঝাট নেই সম্মুখে সদাই বাঁচি সুখে দুঃখে ।
মায়ের আদর ভালোবাসা মোদের আশীর্বাদ ,
মাগো বক্ষে তোমার চরণ ধরে করি প্রণিপাত ।


তুমি মোদের স্বর্গ মাগো তোমার 'পরেই সুখ ,
তোমার 'পরেই সকল শান্তি ঘুচাও মোদের দুঃখ ।
স্বর্গাদপি গরিয়সী আমার জন্মভূমি তুমি মা ,
তুমিই জেষ্ঠা তুমিই শ্রেষ্ঠা তুমিই মোদের গরিমা ।


তোমাতে শান্তি তোমাতে মুক্তি তোমাতেই সম্মান ,
তোমার তরেই জীবন পণ প্রাণ করি বলিদান ।
সকল দেশের বাড়া তুমি মনে জাগাও শান্তি ,
তোমার 'পরেই স্বর্গসুখ হয়না মোদের খামতি ।


    **********************
বেলা - ১০ : ৫০ মিনিট !
০২ /০৩ / ২২ বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !