কাজলা মেঘ যাচ্ছে উড়ে হচ্ছে বরিষন ,
বাদল মেঘে মাদল বাজে গুরুগুরু দুরুদুরু মন ।
মেঘের সারি যাচ্ছে উড়ি তেপান্তরের কোন সে পুরি ,
বায়ুর বেগে চলছে বহি সাদা কাল মেঘের তরী ।
ভাসতে ভাসতে থেমে থেমে হেথা হোথা বৃষ্টি নামে ,
ঝরঝরিয়ে পড়ছে ঝরে হেথা হোথা ডাইনে বামে ।
যখন তখন হিমেল হাওয়া বইছে এলো মেলো ,
ঝিরঝিরিয়ে বৃষ্টি ঝরে আঁধার ঘনায়ে এলো ।
এই মেঘ এই রৌদ্র ,রৌদ্র মেঘের লুকোচুরি খেলা ,
আলো আঁধারের লুকোচুরি চলছে সারাবেলা ।
গাছের উপর ভিজছে শালিক পাখপাখালির দল ,
রাতের বেলা শ্বাপদগুলো করছে কোলাহল ।
মেঘ জমেছে আকাশ পারে ঘনিয়ে এলো কালো  ,
ডাকছে দেয়া বইছে পবন বিজুরী চমকালো ।
শরৎ মেঘে বৃষ্টি নামে বইছে হিমেল হাওয়া ,
ঠান্ডা গরম কখন কেমন যেন জীবন যাওয়া  ।


        *****************
সন্ধ্যা -৫: ৫৫ মিনিট ।
২৬ / ০৮ / ২০২০ বুধবার ।
কেরানিটোলা = মেদিনীপুর ।