শরতের সাদা মেঘে ভাসিয়ে ভেলা ,
দিকে দিকে উড়ে চলে করিয়ে খেলা ।
ফুলে ফুলে ভরে উঠে বন বিথীকায় ,
মধুপ গুঞ্জরীয়া আসে কুসুম শাখায় ।
অলিকুল আসে ধেয়ে বিটপী লতায় ,
মক্ষিকা কাননে প্রসূন পরাগ ছড়ায় ।
কাশফুল দোল দেয় হাওয়ায় হাওয়ায় ,
শরতের আগমনে শিউলী ছড়ায় ।
চঞ্চল মৌমাছি গুঞ্জন গানে ,
বেনুবন উন্মন দক্ষিনা সমীরণে ।
ঝিলমিল নদীজল কলকল তানে ,
শেফালী মালতী যুথী মিলন ক্ষনে  ।
একফালি বাঁকা চাঁদ নীলাকাশে হাসে ,
মেঘের সাদা পানসিগুলি ঘুরে ভেসে ভেসে ।
আবেশে উদ্বেগে বকুল ডাকে সখাগনে ,
প্রজাপতি উড়ে সেথা বকুল সন্ধানে ।
ছড়িয়ে তার এলোকেশ শরৎ রানী ,
খোঁপাটি বেঁধেছে সাঁঝে তারার বেনুনী  ।
পূবদিকে দিবাকর করেছে আলা ,
চারিদিকে গেঁথে দিলো আলোর মালা ।


      ***************
দুপুর -১২ : ৫৮ মিনিট ।
২৮ /০৯ /২০২০ সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।