পুত্র তোর হলো মুদ্গর প্রেয়সী জাম্ভুবানী ,
কনিষ্ঠা ভগিনী তোর যেন কালসাপিনী  ।
দিবারাত্রি তার জন্য ভাবিস সর্বদা ,
সেই তোর মনোহরা ,সেই ভাগ্যদাতা ।
লোভে পাপ পাপে মৃত্যু অহরহ হয় ,
এইবার তোর কপালে মৃত্যু শুনিশ্চয় ।
ঠকিয়ে ঠকিয়ে অর্থ করবি উপার্জন ,
এই অভীষ্ট সাধ তোর হবেনা পূরণ ।
এর নিকট ওর নিন্দা ,ওর নিকট তার ,
এই হীন কর্মে তোর জীবন ছারখার  ।
ধূর্তবুদ্ধি ,ধৃষ্টমতি ,হীন পাপাচারি ,
ঐ মোহিনী মায়ায় পড়ে ঘুচবে জারিজুরি ।
যে কর্ম করেছিস তুই ,প্রকাশ করিতে না পারিবি ,
নীচ কর্ম লাগি নিজে তুই দগ্ধে দগ্ধে মরমে মরিবি ।


   🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


বিকাল -৩:১৮ মিনিট ,
২১/ ১১/২০১১ সোমবার ।
কোলকাতা ।
                  চলবে ---------