হীনবল দিন দিন
          দিন দিন আয়ূহীন ,
বার্দ্ধক্য ,জ্বরা ,ব্যাধি পশিল দেহে-
            অলক্ষ্যে মৃত্যু আসে ধীরে ধীরে ।


যেমন কর্ম করে যাবে
              রয়ে যাবে তাই ,
পঞ্চভূতে বিলিন হবে দেহ
                চিহ্ন রবে নাই ।

ভাই ,বন্ধু ,পরিজন
          পুত্র ,কন্যা ,আপনজন ,
রাখিতে পারিবেনা ক্ষণকাল
           যখন নিয়ে যাবে মহাকাল ।


নিঃশব্দে চুপিসারে
            নিয়ে যাবে পরপারে ,
শূন্য খাঁচা রবে পড়ে
            সঙ্গের সাথী কেউ হবেনা রে  ।


একাকার চারিধার
           বিশ্ব সংসার অন্ধকার ,
সঙ্গে কেউ যাবেনা আর
            চুপিসারে হবে ভবপার ।


ওহে ওগো দীনবন্ধু
           পার করে দাও ভবসিন্ধু ,
ডাকি তোমায় ওগো বন্ধু  
            নয়নে হেরি করুণাসিন্ধু ।


তোমার শেষের দিনে
            কেবল হরিনাম বিনে ,
কেউই আর এতো
          আপন তোর আর হবেনা রে ।


তাই শেষের দিনে
           সেজন বিনে ভবে
মায়ার যন্ত্রণা আর
          সঙ্গে তোর নাহি রবে ।


      ×××××××××××××××××××
বিকাল -- ৩ : ২০ মিনিট ।
১৭ /১২ /২২ শনিবার ।
রবীন্দ্রনগর - মেদিনীপুর ।