আয়না সবে যাই শিবের মাথায় জল ঢালিতে ,
ভোলেবাবা আছেন যেথায় মন্দিরেতে  ।
ভোলা মহেশ সন্তুষ্ট শুধু একটি বেলপাতাতে ,
পুজবো তাঁকে কলকে ধূতরা আকন্দ ফুলেতে ।
ছাই ভস্ম মাখেন গায়ে টান দিয়ে গাঁজার কল্কেতে ,
নন্দি ভৃঙ্গি সঙ্গে তাঁর ঘুরেন  শশ্মান মশানেতে ।
সিদ্ধি খেয়ে দিবানিশি গাঁজায় দিয়ে টান ,
মাথায় জটা তাথৈ নৃত্যে মত্ত্ব হয়ে ডম্বরু বাজান ।
গঙ্গা বাঁধা জটাতে তাঁর অর্দ্ধ চন্দ্র ভালেতে উদয় ,
ত্রিশূলধারী মুখে ব্যোবম ব্যোম বোল ডম্বরু বাজায়  ।
কোটীদেশে ব্যাঘ্র চর্ম কাল ভুজঙ্গ তাঁর অঙ্গের ভূষণ ,
ভীখারির বেশে শশ্মানেতে ঘুরে যত্র তত্র করেন গমন ।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এঁরাই ত্রিদেব ব্রহ্মান্ড স্রষ্টার কারণ ,
তেত্রিশ কোটি দেবতা করে দেবাদিদেব মহাদেবের পূজন ।
গিরিরাজ কন্যা উমা মেনকা নন্দিনী  ,
ঘরআলো কন্যা উমা সে যে নয়নের  মণি ।
শিবশক্তি জগদ্ধাত্রী করেন ত্রিলোক পালন ,
সূর্য চন্দ্র তারকা আদি ব্রহ্মান্ড করেন তাঁহার পূজন ।
গঙ্গা নামে সতা তার তরঙ্গ এমনি  ,
জীবন স্বরূপা সেযে স্বামীর শেরোমণি  ।
আপনভোলা ভোলানাথ শিব ঘুরের নানা রঙ্গে ,
নন্দী ভৃঙ্গী ভুত প্রেত অনুচর তাঁর  থাকেই সঙ্গে ।


             ×××××××××××××××××××
সন্ধ্যা - ৬ : ৩০ মিনিট ।
১৮ / ০২ / ২৩  শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।