বই পড়ে বিদ্যালাভ আসল শিক্ষা নয় ,
যে বিদ্যায় জ্ঞান ,বিনয় ,নম্র ,ভদ্র ,যদি না লাভ হয় !
বই পড়ে শুধু হয় বর্ণ পরিচয় ,
নিরক্ষর স্বাক্ষর হয় একথা নিশ্চয় !
বৈদিক যুগে ছিল চতুর্থাশ্রম ,
ব্রহ্মচর্য্য ,গার্হস্থ্য ,বানপ্রস্থ ,সন্ন্যাস ধরম !
শৈশবেতে গুরুগৃহে ব্রহ্মচর্য্য জ্ঞান শিক্ষা হয় সর্বদাই ,
গার্হস্থ্যতে সংসার ধর্ম পালন করতে হয় !
বানপ্রস্থে বিষয় চিন্তা ছেড়ে ইষ্টদেবে মন ,
বার্দ্ধক্যে গৃহত্যাগ সন্ন্যাস ধর্মের কারন !


বিদ্যান হইলে কভু শিক্ষিত না হয় ,
আচার ধর্ম ,ব্যাবহার ,শ্রদ্ধা ,ভক্তি ,যদি না শিক্ষা হয় !
গুরুজনে শ্রদ্ধা -ভক্তি ,ছোটদের  স্নেহ  ,
সহবৎ ,সৃষ্টাচার ,সৌজন্যতা ,শালিনতা ,সহ  !


অহংকার দর্পভরে যদি দেখায় বিদ্যার বড়াই ,
জেনো  সে অশেষ মূর্খ ,শিক্ষা কিছুই নাই !
মিথ্যাচার  করে আর মিথ্যা অহংকার  ,
মিথ্যার ব্যাসাতী  আর মিথ্যার বাহার  !
মিথ্যা দিয়ে ভাবে সে সব জিনে নেবে ,
তা কিন্তু হবেনা সফল অদূর বাস্তবে  !
ভাবে যদি আমার চেয়ে বিদ্যান কেহ নাই ,
শিক্ষা - দিক্ষা ,লবডঙ্কা ,মুখে দাও ছাই !


শিক্ষা নেই বলে করে বিদ্যার অহংকার ,
রূপ নাই তবু দেখায় রূপের  বাহার !
অর্থ যার নাই ,সে দেখায় অর্থের গুমোর ,
যোগ্যতা নেই তবু দেখায় যোগ্যতার বহর !
ধরাপরে  এইরূপ আছে চার ভাগের তিন ভাগ ,
কাগজে বিরাট ডিগ্রীধারী ,পেটে নেই শিক্ষার দাগ !
বর্তমানে দেখি বিদ্বানের বিস্তর দাম ,
শিক্ষা অমূল্য ধন ,না দেয় সম্মান !
পৃথিবীর যত অবক্ষয় ইহার কারণ ,
দিকে দিকে অনাচার ,ব্যাভিচার ,দুর্ঘটনা , ঘটে অঘটন !


                   ***********


বিকেল - ৪ঃ ২০ মিনিট ,
২০/০৯/২০১৮ বৃহস্পতিবার ,
২ রা আশ্বিন ১৪২৫
অলটেন - সুইজারল্যান্ড !