হিম শীতে বরিষণ ,একি শিহরন ,
অসময়ে শরীর খারাপ শঙ্কটময় জীবন ।
শীত যেন ধরে রাখে আষ্টে পৃষ্ঠে বেঁধে ,
শরীর না থাকে ভাল ,হাড় কাঁপুনি শীতে ।


অতি শীতে খাবার খেলে ,না হয় হজম ,
শীতের প্রকট দাপট ,হয় বদহজম ।
শীতেতে বৃষ্টি যেন ধরে গলা টিপে ,
কি করে সুস্থ থাকে এই শীতের প্রকোপে ।  ।


গরম পোষাক দেখ ধনীদের গায় ,
দীন দুঃখী ফুটপাতে বসে কষ্ট পায় ।
পরনে ছিন্নবস্ত্র ,গরম পোষাক নেই গায় ,
ধনীদের গরম পোষাক সাজানো আলনায় ।


দন্ডে দন্ডে পোষাকের বহর নূতন নূতন ,
ফুটপাতে ছেঁড়া বাসে বিষন্ন বদন ।
ছেঁড়া বাস ,ত্রিপল ছাউনি ,বিভীষিকা সম ,
তীব্র বর্ষার শীতে ,হাত-পা হিম বরফ সম ।


খাবারের নেই সংস্থান ,অর্দ্ধাহারে ,অনাহারে থাকে ,
ক্ষিদার জ্বালা না সয়,ফুটপাতে,  ফুটপাতে ভীক্ষা মাগে ।
এহেন করুণ দৃশ্য হাড়কাঁপা শীত ,
জননগরী বেহাল দশা , শীতে হোল চিৎ ।


           <><<><>卐<><>><>


বিকেল ৪:৫৩ মিনিট ,
১৭/১২/২০১৮ সোমবার ,
কেরাণীটোলা = মেদিনীপুর ।