বৃষ্টি বাদল দাও সৃষ্টিকারী ,
বৃষ্টির তরে সবে অপেক্ষা করি ।
ধরায় হবে খরা মরার সৃষ্টি  ,
যদি তুমি না দাও বৃষ্টি  ।


নদী নালা ফাডা ফাডা ,
যদি না পড়ে বৃষ্টির ফোঁটা ।
শুখায় হবে  চাষাবাদ নষ্ট ,
কৃষ্টি সৃষ্টি হয়ে যাবে ধ্বংস ।


কৃষি জমি  হয় যেন মরু সাহারা ,
রৌদ্রর তাপ যেন দেয় পাহারা ।
চাষী ভাইয়েরা যেন সবে দিশাহারা ,
নাপায় কোন নিশান বৃষ্টির ইশারা ।


বৃষ্টি না হলে হবেনা ফসল  ,
দুর্ভিক্ষ দেখা দিবে জ্বলবে অনল ।
রোগ শোক মহামারী হবে আকাল ,
পিপাসায় পাইবেনা পানীয়র জল ।


নদী নালা খাল বিল সব মরুভূমি ,
রুয়া নাহবে একগাছি ধানের জমি ।
চারিদিকে হাহাকার প্রতি ঘরে ঘরে ,
জলের অভাবে সব শুখা খরায় মরে ।


*********************
বিকাল - ৩ : ০৫ মিনিট ।
২০ / ০৮ / ২৩ রবিবার ।
ইঞ্চনাও = সুইজারল্যান্ড  ( ইওরোপ )