ঐ মহাগগন শূন্য হইতে --
             কোন সংকেত ভেসে আসে ,
কে ডাকে করুণ স্বরে ,কাতর প্রাণে --
               ওরে আয়রে চলে আমার কাছে  !
ডাকে আয়রে চলে আয়রে তোরা ---
                হেথা নেইরে দুঃখ ,নেইযে মরা ,
হেথা সমীরন সুগন্ধে ভরা ---
                  চির বসন্ত বিরাজিছে  !
হেথা সবুজ ,শীতল  বসুন্ধরা ---
                     স্নিগ্ধ জোছনায় চন্দ্রহাসে !
হেথা কেন বৃথা মরিস্  কাজে ---
                     থাকিস্ কেন নকল সেজে ,
দেখ মহাসিন্ধু বহিতেছে  ---
                     ঐ সাগর জলে উথলিছে !
কেন চার দেওয়ালে আছিস বন্ধ ---
                       ওরে মূর্খ্য ,ওরে অন্ধ ,
কোথা সেই সে চিদানন্দ ---
                        যে তোমারে ভালবাসে ,
দেখ ঘরের ছেলে ,পরের কাছে ---
                      পড়ে  আছিস্ সুদূর বাসে !


                   *********
বিকেল ৪:৪০ মিনিট !
১২ /০৩ /২০১৮ সোমবার !
   ডেবরা !