দুই হাত পা আর মাথা থাকলেই মানুষ তারে কয়না ,
যার মান নেই হুঁশ নেই  সে মানুষ  হয়না ।
মান থাকে হুঁশ থাকে থাকে বিচার বুদ্ধি বিবেচনা ,
স্বার্থপর ,লোভী,আত্মসুখী যারা পশুরই সমানা
নিজের খাওয়া পরা নিজের স্বার্থসুখ নিয়ে থাকে ,
অন্যে বিপদে আপদে পড়লে সে এড়িয়ে চলে তাকে ।
নিজের স্বার্থসুখ ভোগ ছাড়া অপরের কষ্ট বোঝেনা ,
মনুষ্য জাতির কলঙ্ক সে সমাজের তথা দেশের আবর্জনা ।
নিজের স্বার্থ ষোলআনা অপরের কষ্টে ফিরেও তাকায় না ,
সেই মানুষ নরাধম শয়তানের কারখানা  ।
অন্যে অসুবিধায় পড়লে সে দেখেও দেখেনা ,
নিজের অসুবিধায় তখন তার দুয়ার ছাড়েনা ।
লেলিহান লোভ তার লকলক রসনা  ,
অপরে বিপদে পড়লে দেখেও দেখেনা ।
এইরূপ চরিত্রের যারা নেই তাদের সম্মানের ভয় ,
যতই কর অপমান লোক লজ্জা তার কখনই নয়।
যেথায় যখন খাবারের কথা শুনতে পায় ,
রবাহুত অনাহুন  হয়ে তথায় দৌড়ে যায় ।
খাওয়া দাওয়ায় বেজায় খুশি যখন খাবে তখন হাসি ,
পেটভর্তি হলে পরেই চেনেনা তাকে যেন বিদেশী ।


          ********************P
দুপুর  =১২ :২০ মিনিট !
১৯ /১২ /২১ রবিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !