অতীতের স্মৃতিগুলি অতীত হয়ে যায় ,
অতীত অতীত শুধু অতীতে মিলায় ।


মনে পড়ে শৈশব ,স্নেহ -মমতা মাখা মা'র হাসি মুখ ,
আদরে জড়ালে বুকে ,ভুলতাম যত শত দূঃখ ।


মনে পড়ে সঙ্গী সাথী সাথে পুতুল পুতুল খেলা ,
খেলনাপাতি ,রান্নাবাটি ,কত রকম রান্না মেলা ।
নদীতে সাঁতার কাটা  পুকুরেটে  নাওয়া ,
সাঁতরেতে ফুল তোলা পদ্মা পাতা আনা ।
স্কুল ছুটি মাঠে গিয়ে হা -ডু -ডু খেলা ,
কানা মাছি , বৌ বসন্ত , এক্কা দোক্কা , সেই বিকাল বেলা ।
বাবার শাসন আর মায়ের সোহাগ ,
অতীতে হারিয়ে গেলো সেই সে অনুরাগ ।
সন্ধ্যেয় বাড়ী এসে বই নিয়ে বসে ,
অতীত স্মৃতি গুলি অতীত হয়ে ভাসে ।


**********************
বেলা -১১:৫৬ মিনিট ,
১১/০১/২০১৯ শুক্রবার ,
কেরণিটোলা = মেদিনীপুর ।