স্মৃতি সৌধ হাঁতড়ে দেখিসুখ দুঃখের দিন ,
হারিয়ে গেলো দিনগুলি সবনেইকো কোন চিন্ ।
স্মৃতি গুলো মনের মাঝে  মাথা খুঁড়ে সদাই মরে ,
ছোট বড় ভালো মন্দ কতই স্মৃতি মনের মাঝে ঘুরে ।
বসে বসে যখন ভাবি অতীতের স্মৃতিমাখা দিনগুলি ,
ছুটে ছুটে ঘুরে বেড়ায় কেবল তারা মনের চোরাগলি ।
মনে মধ্যে আসে আমার ফেলে আসা সেই সে শৈশব ,
কতই ছিল সুখ আনন্দ কতই না স্বচ্ছন্দ বৈভব ।


পুঁথি বগলে বন্ধুমিলে যেতাম পাঠশালায় ,
ছুটিরপরে  গ্রামের মোড়ে মাতিতাম খেলায় ।
দুপুর রোদে নদীর ঘাটে কেটেছি কত সাঁতার ,
জলছিটিয়ে সাঁতার কেটে কত হয়েছি পারাপার ।
সন্ধ্যা বেলায় মায়ের ধমক পড়তে বসো গিয়ে ,
পড়তে বোসে ভাই বোনেরা ঝগড়া নালিশ নিয়ে ।
শৈশব কৈশর হারিয়ে গেলো কোন সে অজানায় ,
আর কখনোই পাবোনা ফিরে হারিয়েছি যা' হায় ।
মায়ের আদর বাবার স্নেহ ভাইবোনের ভালোবাসা ,
কোন অজানায় স্মৃতি হয়ে বৃথাই ভাবা দুরাশা ।
অতীত স্মৃতি অতীত হয়ে হৃদ মাঝারে ভাসে ,
মনে মধ্যে গুমরে মরে স্মৃতি গুলি যখন ভাসে ।
হারিয়ে যাওয়া খুশীর স্মৃতি আছে হৃদয় ভরে ,
সুখ দুঃখের অতীতগুলি আসবেনা আর ফিরে ।


       ×××××××××××××××××××××××××
দুপুর - ১২ : ৪৪  মিনিট ।
০৩ /০২ /২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।