সুখ সুখ করে হেঁদিয়ে মরিস
                   পেলিনা রে সুখ ,
সুখ নয়রে হাতের মোয়া
                   আসবে ততই দুঃখ ।


সুখী হতে সবাই চায়
           চাইলেই সুখ পাওয়া যায় ,
কঠিন শ্রমের বিনিময়ে
            তবেই একটু সুখ হয় ।


মোহময় এই পৃথিবী
           শুধু মোহে ভরা ,
মোহের জ্বালে যে পড়েছে
            সে হয়েছে সর্বহারা ।


সুখ আছে দুঃখ আছে
       কত আছে হাসি কান্না ,
সুখ আসেনা আপনি কখনো ,
             অটুট পরিশ্রম বিনা ।


দুঃখের অপর নাম জীবন  
         দুঃখ বিনা সুখ আসেনা কখন ,
সুখ যদি পেতে চাও
           অটুট শ্রম দাও সারাজীবন ।


         ************
সন্ধ্যা - 5 : 26 মিনিট ।
30 / 04 / 24 মঙ্গলবার ।
কোলকাতা ।