ষড়রিপুর বশেতে বশীভূত যারা  ,
সুখ ,শন্তি ,মান-সম্মান ,কখনো না পায় তারা ।
ষড়রিপুর বশেতে হয় নিম্নগামী ,
ভাল মন্দ ,কালাকাল ,তার  নিকট নয় দামী ।


কাম ,ক্রোধ ,লোভ ,মোহ, মদ  ও মাৎসর্য  ,
জীবন দুর্বিসহময় ,হলে ছয়ের বশীভূত ।


কামনার বশীভূত হয় যেইজন  ,
কূপথে গমন করে ,মৃত্যু তার শমন ।
কামনা বাসনা তাকে পিছে করে তাড়া ,
তার প্রকোপে সে হয় আত্মহারা ।
দিগ্বীদিক ,ভালমন্দ ,চক্ষুলজ্জা ,নাহি থাকে ,
কামনার বশীভূত হয়ে পড়ে দুর্বিপাকে ।


ক্রোধ সম পাপ আর নেই ত্রিভূবনে ,
ক্রোধে পাপ ,তাপ ,ক্ষয় ,সতত জীবনে ।
ক্রোধে পাপ ,ক্রোধে  তাপ ,ক্রোধে কুলক্ষয় ,
ক্রোধে বংশনাশ ,জীবন নাশ ,হয় অপচয় ।


লোভে পড়ে নরগন কূকর্ম করে ,
চুরি করে ,জেলে যায় ,পরস্ব হরে ।
লালসায় পড়ে যারা হয় হারা ব্যাক্তিত্ত্ব  ,
মান সম্মান ,আত্মজ্ঞান ,ভাবে এসব তুচ্ছ ।
সর্বদাই যাহারা লোভের বশীভূত ,
মান সম্মান যায় তার ,হয় তুচ্ছ ,অপমানিত ।


কামিনী কাঞ্চনের মোহে যে পড়ে থাকে সদাই ,
মোহ গর্তে পড়ে থাকে হয় জীয়ন্তে   মরাই ।
মেরুদন্ডহীন ,নরপশুর না থাকে সম্পর্কের জ্ঞান ,
মাতৃস্থানীয় ,ভগিনী ,রমণী ,তার নিকট ভোগের বস্তু প্রমান ।


মদ (মাদকতা) রিপু তে যারা হয় বশীভূত ,
কালাকাল  জ্ঞান হারা হয় তারা সতত ।
কালাকাল  জ্ঞান নাই কখন  কি করে ,
পথে ঘাটে ,হেথা সেথা মৃত্যু হয় পড়ে ।


মাৎসর্যে আপ্লুত সদা অপরের ক্ষতি মনে ভাবে ,
অপরের উন্নতি ,নাম, যশ , প্রতিপত্তি ,দেখে হিংসা রোগে ভোগে ।
অপরের ভাল দেখলে হয় পরশ্রীকাতর ,
যাহা থাকে তাহাও যায় তার অতি সত্বর ।


ষড়রিপুকে যে পুষে রাখে জীবনে ,
তার জীবন বিপন্ন অতি প্রতি ক্ষনে ক্ষনে ।
এই ষড়রিপু কে যে না করে দমন ,
নিশ্চয় জানিও তার অকালে মরণ ।