এই মাটিতেই জন্ম মোদের
                এই মাটিতেই মিশে যাই ,
এই দেশেরই  অন্ন জলে
                 বাতাসেতে প্রাণ বাঁচাই ।


একই স্রষ্টা সৃষ্টি করেন
             একই দেশমাতৃকার  কোলে ,
ভিন্ন ভাষা ভিন্ন জাতি
            ভিন্ন ধর্ম ভিন্ন স্থলে ।


ভিন্ন ভাষায় কথা বলি
           ভিন্ন পোষাক গায়ে তুলি ,
ভিন্ন ভিন্ন আহার মোদের
            ভিন্ন আচার মোরা পালি ।


ভিন্ন নামে ডাকি তাঁরে
            কৃষ্ণ গড আল্লা যিশু বলে ,
ভিন্ন ভিন্ন ধর্ম গ্রন্থ মোদের
            গীতা কোরান বেদ বাইবেলে ।


শ্রেষ্ঠ স্রষ্টার ভালোবাসা পেলে
               আমরা আর কিছু না চাই ,
তাঁর আশীষে এই ধরাতে
               ভালোবেসে যেতে চাই !


ভিন্ন ধর্ম ভিন্ন ভাষা
           একই  জন্মভূমি মা' ই  ,
একই মাটির জল হওয়াতে  
           থাকি আমরা ভাই ভাই !


        ***************
বিকাল - ৩ : ০৫ মিনিট !
২৪ / ০৪ /২৩ সোমবার !
কোলকাতা !