জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব মানব সবে মানি ,
মানব জীবের দুটি জাতি পুরুষ ও রমণী !
রমণী সমান নাই ভূ-ভূমন্ডলে ,
সর্বকার্যে রমণীর দান এই ত্রিভূবনে  !
রমণীই জন্ম দেয় মানব ও মানবী ,
নিজেই  নিজের গর্ভে জন্মে যে মানবী !
সন্তান জন্ম দিয় পরিপুষ্ট করে যে জননী ,
নিজেই নিজেকে পুষ্ট করে সেই রমণী !
দেবী শ্রেষ্ঠা মহামায়া পূজিতা ত্রি-ভূবনে ,
ধরনী যে বীরভোগ্যা বীদিত জগজনে !
দেবাদিদেব মহাদেবে সৃজিলেন মহামায়া ,
ত্রি-ভূবনে যাহাই ঘটে সবই তাঁর মায়া !
গাছে গাছে ফুল ফোটে ফল হয় ,তাঁরই অঙ্গুলি হেলনে ,
গাছে পাখী নাচে গায় কাকলী -কূজনে !
মায়াময় মুগ্ধ করে শ্রেষ্ঠা সেই রমণী  ,
ধরনীই তো রমণী ,সৃষ্টিল মেদিনী !
রমণীর সৃষ্টিতে মেদিনী সুন্দর হয় ,
পশু-পক্ষী আদি সৃষ্টি হয় রমণী ছাড়া নয় !
ফুল ফৌটে ফল হয় রমণী কারণ ,
ঠাকুর দেবতার সৃষ্টি নারী গর্ভে জনম !
রমণী যদি না থাকিত ,সৃষ্টি নাহি হত ,
রমণী না থাকিলে সৃষ্টি মাহাত্ম্য লয় হত !


                *******
সন্ধ্যা -৭:৩৬ মিঃ ,কলকাতা !
০২ /০১ /২০১৮ ,বৃহস্পতিবার !