সুখ সুখ বলে করিস্ আশ ,
সুখই হোল তোর সর্বনাশ ।
সুখের জন্য মরিস্ ঘুরে  ,
সুখেই তোকে যাচ্ছে ছেড়ে ।


আপন পর চিনলিনে তুই সময় বৃথা যায় ,
সুখের জন্যে ঘুরে মরিস্ হেথায় হোথায় ।


দুঃখকে তুই করিস্ রে ভয় ,
দুঃখই তোর সঙ্গে যে রয় ।
দুঃখের কপাল হয় যার ,
সুখ নেই কপালে তার ।


যতই ধরিস্ সুখের ডাল ,
ভেঙ্গে পড়ে নেই কালাকাল ।
ভাগ্য বিড়তে দেন ঈশ্বর কড়ি ,
সেখানেই হাঁটে সে চোখ বন্ধ করি ।


কর্ম করিলে সুখী সদাই সে  হয় ,
কর্ম না করিলে দুঃখী রবে নিশ্চয় ।
কর্মীষ্ঠ হইলে ,সুখ ও শান্তি বিরাজ করিবে ,
অলসের মত ধন নেই এই ভবে ।


সুখের ঘরে দিয়ে তালা ,
সুখ খুঁজে মরিস্ সাঁঝ সকালা ।


ভাল বাস প্রতি জনে ,
সুখ শান্তি পাবি মনে ।
মুখে বল মিষ্টি ভাষা ,
সুখে আনন্দে থাকবি সদা ।


মানব জন্ম নহেকো সুখ ও ভোগের তরে ,
দায়িত্ব,কর্তব্য ,আছে সবার উপরে ।


      
          ===⊙⊙==☆☆☆==⊙⊙===


বিকেল -4:54 মিনিট ,
01 /11 /2018 বৃহস্পতিবার ,
মেদিনীপুর --কেরাণীটোলা ।