ভালোবাসি বলে তুমি তাই বাসো ভালো ,
আবেশে এই তনু মন ভরিয়ে তোল ।
আঁধার আছে বলেই তাই আলো ভালোবাসে ,
দুঃখ আছে বলে তাই সদা সুখ হাসে ।
কষ্টের অপর নাম "এইতো জীবন ",
অলসতার নাম তাই হয় যে "মরণ "।
এপারে জীবন হাসে ওপারে মরণ ,
নিত্য যুঝে জীবন যন্ত্রনা অনুক্ষণ ।
দেখিতে কন্টকময় গোলাপের শাখে ,
শোভন গোলাপে সুখ লুকিয়ে যে থাকে ।
পার হতে দুর্গম গিরি ভগ্ন মনোরথ ,
উদ্যম বিহনে পূর্ন কভু হয়না শপথ ।
সমুদ্র মণ্থনকালে নাগ মুখে উঠেছিল বিষ ,
সেই বিষ কন্ঠে ধরেন দেবাদিদেব মহেশ ।
অপরের সুখ হেরে কেহ যদ্যপি করে হায় ,
দুঃখ বিনা সুখ নাহি আসে তার এই দুনিয়ায় ।
অমূল্য সময়ের মূল্য যে দেয় না অবহেলে ,
জীবন যন্ত্রনাময় তার দিন কাটে অশ্রু বারি ফেলে ।
কষ্ট শ্রমকে যে কখনও সাদরে না করে বরন ,
আলস্যের ভিন্ন রূপ নাম তার হয় যে "মরণ" ।
কোনদিন যদিসুখী হ'তে চাও পরিশ্রম করে যাও ,
ভগবান সহায় হবেন তোমার সুখের ঠিকানা পাও ।


    ************************
বেলা - ১১ : ০৫ মিনিট  !
২৮ / ০২ / ২২ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !