সুখ নামে সে সুখ পাখীটি রাখলাম ধরিয়ে ,
সুখ নামের পাখী গেল উড়ে ,আমায় কাঁদিয়ে  ।


সুখ সুখ করি যতই মরি মাথা কুটে ,
সুখ পাখীটি ফিরলনা আর এলোনাকো ছুটে ।


সুখ থাকে স্বার্থে ,আনন্দে ,অর্থে ,স্বচ্ছন্দে ,
থাকেনা নিরানন্দে ,অভাবে , দারিদ্রে  ,দুঃখে  ।


শান্তি থাকেনা  অতি সুখে ,নামমাত্র ,মরে শুধু ধুঁকে ,
শান্তি বিরাজে মনোমাঝে ,যদি সেথা সততা থাকে ।


শান্তি বিরাজে সেথা  সদা সর্বক্ষন ,
বোঝা ,পড়াতে যারা  থাকে জনম জনম ।


ভক্তি, শ্রদ্ধা ,সৎ ব্যাবহার ,সহানুভূতি ,স্নেহ ,
যতই দুঃখ থাকনা কেন  ,শান্তিতে ভরে গৃহ ।


**************************
বেলা-১০:৩০ মিনিট ,
১২/১১/২০১৮সোমবার ।
কেরাণীটোলা-- মেদিনীপুর ।