চারিদিকে সুন্দরী প্রকৃতি যেন হাসে ,
লাল নীল সাদা ফুলে সবুজ ঘাসে ঘাসে ।


আনমনা হয়ে যায় আমার এ মন ,
চোখ ভরে সুন্দরী প্রকৃতির নেহারী সাজন ।


হলুদে হলুদে ছাওয়া সরষের ক্ষেত ,
গুন গুন অলিকুল ফুলে ফুলে হয় জমায়েত ।


সূর্যসোনা আলো ছড়ায় সোনালী ক্ষেতের 'পরে ,
পশ্চিমে মায়ের কোলে সূর্য যখন ঢলে পড়ে ।


নীল নীলিমার গায় সারি সারি সাদা বক উড়ে যায় ,
বিহঙ্গেরা ফিরে আপন আপন নীড়ে সাঁঝের বেলায় ।


বাঁশবনে ঝাউবনে চারিপাশে ঘনায়  আঁধার ,
প্রকৃতি ঢাকিল মুখ বাহারি কালো ঘোমটার !


কুল কুল নদী জল  বয় ধীরে ধীরে  ,
শৃগাল কুকুর ডাকে কাশবনের আড়ে ।


কুয়াশার চাদরে  ঢাকা  শীতের বিকাল ,
আড়ষ্ট অলস যেন ঠিক মহাকাল ।


বন বনান্তর  সব আঁধারেতে ঘেরে ,
কুকুর শৃগালের ডাক পশে কর্ণ কূহরে  ।


      ×××××××××××××××××××
দুপুর - ১ : ১১ মিনিট ।
০২ /০১ / ২৩ সোমবার ।
রবীন্দ্রনগর =  মেদিনীপুর ।