মনের দোরে স্বপন ঘোরে ,
কে দাঁড়িয়ে ঠাকুর ঘরে ।
শ্বত শাঁখা শাড়ী লাল পেড়ে ,
  সিঁথিতে সিন্দুর রাঙিয়ে ।


চুল এলিয়ে আলতা পায়ে ,
মধুর হেসে গলে আঁচল দিয়ে ।
প্রদীপ জ্বেলে হাতে নিয়ে ,
মিষ্টি গন্ধে মন ভরিয়ে ।


হেসে বলে আদর করে ,
আমিতো আছি ভয় কিরে ।
থাকবো তোরে ঘিরে ঘিরে ,
ভয় পাসনি মাণিক ওরে ।


ঘুম ভাঙলে যদি আমায় ,
দেখতে না পাস ভয় কি তায় ?
থাকবো আমি ঘিরে তোমায় ,
যাইনি  ছেড়ে আছি হেথায় ।


ঘুম ভাঙলে হাঁতড়ে দেখি ,
মা কোথায় গেলো একি !
তবে কি আমি স্বপন দেখি ,
কপোলে চুমো মা দিলো আঁকি ।


নিস্বার্থ ভালোবাসা কেউ বাসেনা ,
স্বার্থছাড়া ভালোবাসে শুধুই সে মা ।
মনের যত কষ্ট ব্যথা বুঝতে পারে মা ,
মা বিনে পৃথিবীতে আর কেউ এতো
                              আপন না  ।
      ××××××××××××××××××××
সন্ধ্যা - ৬ : ১০ মিনিট ।
২১ /০২ / ২৩ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।