আমি সূর্য উদয় দেখি -
        তাই বলে সূর্যমূখী নই ।
আমি চাঁদকে হাসতে দেখি ,
       তাই বলে চন্দ্রকলা  নই ।
আমি আকাশে তারাদের মিছিল দেখি ,
                  তাই বলে নীলাকাশ নই ।
আমি ফুলের পাপড়ি মেলতে দেখি ,
                    তাই বলে মধুকর নই ।
আমিনদীর ঊর্মিমালা আসতে দেখি ,
                    তাই বলে সাগর নই ।
বসন্তে বনে বনে ফুল ফোটে দেখি ,
                   তাই বলে বাসন্তিকা নই ।


শাপলা শালুক ফোটে দীঘির জলে ,
           দীঘি থৈ থৈ  দেখি অগাধ জলে ।
আকাশ পারে ঐ অনেক দূরে ,
           তারাগন ঐ ফুটে  থরে থরে  ।
তারাদের শোভা দেখি মনটা ভরে  ,
           তাইবলে নয় আমি আকাশ ওরে ।
ফুলকে ফুটতে দেখি ফুলবাগানে ,
             মন ভরে দেখি তাদের আনমনে ।
মৌপিয়া গুন গুন গুঞ্জরনে ,
              মধুপান করে তারা ফুলবনে ।
কপোত কপোতি শাখে আম্রবনে ,
             দোঁহে মত্ত কেলি প্রেম আলাপনে ।


       ***********************
দুপুর - ১২ : ২৫ মিনিট ।
0৩/0৩/২১ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।