বৈশাখে কালবৈশাখী ,
           আঁধার করে আলো,
নববর্ষ হালখাতা  ,
            পয়লা বৈশাখ হলো ।
জৈষ্ঠ্য মাসে পাকা ফল ,
               খেতে লাগে মিষ্টি ,
জামাই এর কপালে ফোঁটা ,
               জৈষ্ঠ্যে জামাই ষষ্টী ।
আষাঢ়েতে নামে বর্ষা ,
               গরমে বাঁচে প্রাণ ,
আষাঢ়েতে রথযাত্রা ,
            ঠাকুর মাসীর বাড়ী যান ।
শ্রাবনেতে শ্রাবন ধারা ,
                শিবের জন্মমাস,
জমিতে রুয়ে ধান ,    
               চাষীরা করে চাষ ।
ভাদ্রতে ভরা বান ,
             চাষীরা হয়রান ,
মনসা পূজা ঘরে ঘরে ,
            পিঠে পায়েস খান ।
আশ্বিনেতে দূর্গা পূজা ,
                আগমনী গান ,
শরতে শারদীয়া পূজা ,
                মায়ের আহ্বান ।
কার্তিকেতে কালীপূজা ,
              পূজে কাত্যায়নী ,
ভাইয়ে কপালে দেয় ফোঁটা ,
                    সকল ভগিনী  ।
অঘ্রানে আমন ধান ,
              মাঠ ভর্তি ধান্য ,
নূতন ধানে ,নূতন চালে ,
                      হয় নবান্ন ।
পৌষমাসে মকর সংক্রান্তি ,
                পায়েস পিঠের গন্ধে,
গ্রামে গ্রাম্য পূজা ,
               মজে সবে আনন্দে ।
মাঘেতে প্রকট শীত ,
              ভজে বিদ্যাবতী ,
স্কুলে স্কুলে পূজে সবে ,
                দেবী সরস্বতী ।
ফাল্গুনেতে ফাগুয়া রঙে ,
                রাঙে বসুন্ধরা ,
শিমুলে পলাশে রঙে ,
              হয়ে আত্মহারা ।
চৈত্রেতে চড়ক মেলা ,
               শিবের গাজন ,
শিবের মাথায় ঢালে জল ,
               পূজে পঞ্চানন ।


       **************
বিকাল -৪:২২ মিনিট ,
২০/০৪/২০১৯ শনিবার ।
কলকাতা ।