থির থমকি যেন বঙ্কিম ভঙ্গী ,
থমকি থমকি চলে যেন প্রেম সঙ্গী ¡
থেকে থেকে  গোপিনীরা একে একে কোরে ,
থেমে থেমে সবে যমুনার জলে নামে স্নান তরে ¡
থুইয়া বসন ডাঙায় ,ব্রজাঙ্গনা যমুনার জলে ,
থপক থপক করে জলকেলি কেলে ¡
থুইয়াছে বসন ,কৃষ্ণ হোরে তমালেরি ডালে ,
থকিয়া গেছে গোপিনীরা "কৃষ্ণ বসন দাও" বলে ¡
থাকো থাকো বসে কৃষ্ণ তমালেরি ডালে ,
থই ,মান ,রাখো মোদের বসন দাও ফেলে ¡
থানা মোদের ব্রজপুরে ,কেমনে যাইব ফিরে ,
থামাও খেলা তোমার ,বসন দাও যাই ঘরে ¡


থপ্ থপ্ করে হাঁটে ঐরাবত ,
থল থলে দেহ তার যেন নবনীবৎ ¡
থৈ থৈ করে ওই তালদীঘির জল ,
থোপা থোপা গাঁদা ফুল ফোটে অবিরল ¡
থোকে থোকে রাখা আছে বই পত্তর ,
থর থর কোরে কাঁপে বুড়োর গতর ¡
থেকে থেকে বয়ে যায় বাউল বাতাস ,
থেমে থেমে পবন যেন ফেলে দীর্ঘশ্বাস ¡
থমথমে হয়ে গেছে তঘন কালো মেঘ যেমন ,
স্থলে ,জলে ,ছেয়ে গেছে তমসা এখন ¡
থালার মত চাঁদ উঠেছে আকাশে ,
থমকে যায় মেঘমল্লা ,চাঁদ ওই হাসে ¡


         ***********
থই ><কুল ,থানা ><ঠিকানা
                                                  বেলা-১১:৪৫ মিনিট ,
                                                     ১৬ /০৪ /২০১৮ সোমবার ,
                                                                         ডেবরা ¡