অল্প কিছু হলে পরে তিলকে করে তাল ,
লঘুপাপে গুরু দন্ড এটাই যুগের হাল ।
জ্ঞান নাই বিদ্যা নাই নাই সম্যক জ্ঞান ,
জ্ঞান হীন বিবেকহীন মানুষ পশুর সমান ।


তার মাঝেতেই কিছু মানুষ থাকে চুপটি করে ,
চুপটি করে থাকাই মানে মাথায় কুবুদ্ধি ধরে ।
বোকা বোকা সাজে সে মনে মনে শয়তানি থাকে ,
দুর্বলতা নিয়ে কারুর মাথায় দেড়চালাকি আঁটে ।


চুপটি করে থাকা মানে বোকা উদার সে নয়রে ,
ছুঁচো মেরে হাত গন্ধ না করে সে পুকুর চুরি করে ।
হাবে ভাবে বৃদ্ধ দেখায় বটে শয়তানের  গাছ সেরে ,
অকর্মন্য অপদার্থ যারা তারা শয়তানের ডিপো যেরে ।


যে রাঁধে সে কাজ সেরে সেও বাঁধে তার চুল ,
চুল বেঁধে ফুল তুলে সে খোঁপাতেও পরে ফুল ।
আকাশে কালো মেঘ হলে হয় বৃষ্টি ধারায় জল ,
মেঘ জমলেই যে বৃষ্টি হবে এই ধারনাটাই ভুল ।


মেঘ ধরলেই বৃষ্টি হয় নদ নদী ভরে জলে ,
যখনই মেঘ সরে যায় রৌদ্র আকাশে ঝলমলে ।


         ***************
রাত্রি - ১০ : ৩৯ মিনিট ।
২২ / ০২ / ২৪ বৃহস্পতিবার ।
কোলকাতা ।