ওমা উমা শোন বলি মা ,
পূজোয় এবছর আসিসনে মা  ।
হেথায় দানব ঘুরছে আজও ,
তাদের কেউ বধ হয়নি মা ।

বুকের পাটা  বেড়েছে মা,
ন্যায় অন্যায়ের ধার ধারেনা ।
শিশু বৃদ্ধা কিছুই মানেনা ,
কোন নারীই বাদ যায় না  ।

নাই মা তুই একা এখন ,
তোর সাথে আছে জনগন ।
বলা যায়না কি ঘটে কখন ,
যখন তখন কি করবে দুর্জন ।

তাইত বলি যদি আসিস ,
সাথে কিছু অস্ত্র আনিস  ।
অসুর নিধন করতে হবে,
অস্ত্র আনতে ভুলিসনে মা  ।

পারিস যদি শক্তি দিয়ে ,
ধরবি অসুরের গলা টিপে  ।
এই বৈচিত্র্য জগতে রে ,
শক্তি বুদ্ধি দুটোই লাগে  ।

শিক্ষা দিয়ে যাস সবারে ,
রনরঙ্গিনী রূপ তোর ধরে ।
কেমন ভাবে দানব বধতে ,
ধরবি অস্ত্র দুই করেতে  ।
     *********
সকাল  - ১০:২৯ মিনিট  ।
১১/০৯/২৪ বুধবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর  ।