অতীত, অতীত হয়ে গেছে ,
স্মৃতি হয়ে হৃদে গেঁথে আছে ,
কত বিস্মৃতি হয়ে মুছে গেছে ,
কখনো মনে আনন্দ বিরাজে ,
কখনো নিরানন্দ ব্যাথায় মজে ।


বর্তমান রয় সঙ্গে সাথে ,
চলে সে যে হিতে গীতে,
অনুক্ষণ সদাই চিন্তা মগন ,
ভবিষ্যৎ পড়ে আছে যখন ,
মনে জাগায় সদা সচেতন ।


ভবিষ্যৎ কারো নেই জানা ,
কোথায় কার আছে ঠিকানা ,
অজানা পথের কি ঠিকানা ,
আছে কত কূপ খন্দ খানা ,
ভাগ্যের ফল কেউ জানেনা ।


এ জীবনে চলার পথ নয়কো মসৃন ,
অতীত হয়েছে গত বর্তমান পরিমিত,
আগামী আগত  দিন ভীষন কঠিণ ,
কিভাবে হবে যে পার আগত সেই দিন ,
কর্মফল হলে ভালো শান্তি হবে সেদিন ।


এই ভেবে জীবন পথে চলো ,
সৎকার্য্য সৎকর্ম কর ভালো,
সৎ পথে সৎচিন্তায় মন ঢালো ,
সৎ সঙ্গ ধর্ম চিন্তায় নিয়ত হলো,
দয়া প্রেম ক্ষমা ভক্তি কর সম্বল ।


     ******************
বিকাল- ৩ : ৩০ মিনিট ।
০১ /০৫ /২২ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর