তুঁহু মেরে বালগোপাল, তুহু মেরে শ্যাম,
তুঁহু মেরে  গোপালকৃষ্ণ, তুঁহু মেরে রাম ।
তুঁহু মেরে গিরিধারীলাল, তুঁহু মেরে নন্দদুলাল,
তুঁহু মেরে যশোদা গোপাল, তুঁহু মেরে কৃষ্ণগোপাল ।
তুঁহুতো মেরে নয়নমণি, তুঁহুতো মেরে যাদুমণি,
তুঁহুতো  মেরে গোপীকৃষ্ণ, তুঁহুতো হি রাধেশ্যাম।
তুঁহু মেরে মাখনচোরা, তুঁহুতো গোপী-মনচোরা,
তুঁহুতো মেরে দেবকী নন্দন, তুঁহুতো হি বসুদেবকা ধন ।
তুঁহু জগৎরক্ষক জগৎপতি, তুঁহুতো মেরে রঘুপতি,
তুঁহু তো মেরে পশুপতি, তুঁহু হি সীতাপতি রাম।
তুঁহু মেরে রাখহরি, তুঁহুতো নৃসিংহ মুরারী ।
দুঃখমোচন কিজিয়ে, তুঁহু তো মেরে দুঃখহারী ।
গোষ্ঠে গিয়ে বাজাও বাঁশী, রাখালরাজা, গোষ্ঠবিহারী,
তুঁহু   নিধুবনে কৃষ্ণকালি, মেরে বনমালী, বনোয়ারী ।
তুঁহু মেরে অনাথের নাথ, সখা তব বিদুর,
তুঁহু বিদুরের খুদ খাইয়া, দুঃখ কৈলে দূর।
মথুরায় আইলে হরি তুঁহু, হেতু, কংস নিধন,
সীতা উদ্ধার কৈলে, রাবন ধংস কারন ।
তুঁহু গড্, তুঁহু আল্লা-তালা, তুঁহু খোদা - মহম্মদ,
তুঁহু মেরে রাধাগোবিন্দ, তুঁহুতো আমীর, মেহেরবান।


            <<<<<<<>>>>>>>>>