এলোরে ,এলোরে ,এলো উল্টোরথ  ,
বৌ,-ঝিয়েরা সেজে-গুজে ,গহনা গায়ে ,আয়না চলে সব¡
                               দেখতে যাব রথের মেলায় ,দেখতে রথযাত্রা ,
                               রথেচড়ে ফিরবেন বাড়ী বলরাম ,জগন্নাথ ,সুভদ্রা ¡
নিজের বাড়ী ফিরবেন তাঁরা ,মাসীর বাড়ী হতে ,
বৎসরে আটদিন থাকেন তাঁরা মাসীর বাড়ীতে ¡
                         মাসীর বাড়ী থাকেন তাঁদের আনন্দের সীমানেই ,
                            নয়টি  বেশে ,ছাপ্পান্ন ভোগে ,থাকেন সদাই ¡
পায়েস ,পিঠে ,ভাজা ভুজি ,আরও কত কী-
মাসীর বাড়ী খাবেন তাঁরা দধি ,দুগ্ধ ,ঘি ¡
                         রথের দিনে মাসীর বাড়ীতে 'রাজবেশ ধারণ,'
                         দ্বীতিয় দিনেতে বেশ 'শ্রীকৃষ্ণ বটপত্রে শয়ন '¡
'কল্কি অবতার 'বেশ তৃতীয় দিনেতে ,
চতুর্থ দিনের বেশ 'কালিয়া দমন' কালি দহেতে ¡
                         "ঝুলন যাত্রা "করেন তিনি পঞ্চম দিনেতে ,
                          "গোপিনীদের বস্ত্র হরণ"করে ষষ্ঠ দিনে উঠেন কদম ডালেতে ¡
সপ্তম দিনেতে মাসীকে দেখান "রথযাত্রা " ,
অষ্টম দিনে দুইটি বেশ ধরেন বোন আর ভ্রাতা ¡
                                    প্রথম রাত্তিরে বেশ ''গোপিনীদের সঙ্গে রাশ লীলা ",
                                     শেষ প্রহরে করেন "রাইরাজা "করে খেলা ¡
নবম দিন আজকে তাঁরা আসছেন বাড়ী ফিরে ,
উল্টোরথে আসেন তাঁরা নিজের বাড়ী ফিরে ¡


          
                                 ****************
রাত্রি-৯:৩০ মিনিট !
২২ /০৭/ ২০১৮ রবিবার ¡
লালগড় !