সবুজে সবুজে ঘেরা অবুঝ আমার মন ,
সবুজ শ্যামলীমায় সেথা করে বিচরণ ।


সবুজ বনানী  কোলে সবুজ সবুজ
                  পাতা দোলে মলয় হিল্লোলে ,
সবুজ টিয়া ,ময়না ,শালিক
                কতনা শীষ দেয় মনেরি হিন্দোলে ।


সবুজ মাতাল হাওয়া মুক্ত প্রাণ তাতে ,
সবুজে দূষণ মুক্ত হয় পরহিতে  ।


সবুজ সবুজ প্রাণে  ভরে উঠে মন ,
সবুজে জুড়ায় চোখ অন্তর শোভন ।


শাল পিয়ালের গন্ধে সবুজ পাতায় ,
শাল ফুলের মধুর গন্ধে হৃদয় মাতায় ।


বনফুলের মিষ্টি গন্ধে বনানী মাতোয়ারা ,
পাখপক্ষী ,বনময় ,সুগন্ধে আত্মহারা  ।


সবুজ বৃক্ষের শীতলঘন ছায়া তলে ,
পথচারী কান্ত  হয়ে বিরাম লয় নিরিবিলে ।


সবুজ বনে বনে ঘেরা গ্রামটি আমার ,
মন প্রাণ ভরে যায় শান্তির আধার ।


হেথা সুখ আছে ,শান্তি আছে ,আছে জীবন অনাড়ম্বর ,
বিষয় বৈভব নেই হেথা ,আছে সরল -সুন্দর অন্তর  ।


           🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳


বেলা -৩:৩৬ মিনিট ,
১০/০৭ /২০১৯ বুধবার ।
লালগড় = ঝাড়গ্রাম ।